
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষ!
বিয়ে করছেন দীলিপ ঘোষ। ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে। শুক্রবার গাঁটছড়া বাঁধছেন রাজ্য বিজেপির এই বর্ষীয়ান নেতা। দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার বিয়ের খবর নিয়ে জল্পনা শুরু হয় কুণাল ঘোষের ট্যুইট থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন ঘণ্টাখানেক আগে। সেখানে তিনি প্রথমে হেয়ালি করেই রাজ্যের সিনিয়র অবিবাহিত বিজেপি নেতার বিয়ের খবর প্রকাশ করেন। প্রথম নাম খোলসা না করলেও, পরে দিলীপের নাম নেন তিনি। তবে দিলীপ ঘোষের বিয়ের খবর যে তিনি দিচ্ছেন, তার মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না বলে আবেদন জানান কুণাল ঘোষ। একটি সংবাদপত্রের শীর্ষ আধিকারিক হিসেবে তিনি এই খবর প্রকাশ করেছেন বলে জানান কুণাল। পাশাপাশি বিয়ের জন্য দিলীপ ঘোষকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছাও জানান কুণাল ঘোষ। তবে বার বার মনে করিয়ে দেন, এই খবর দেখে কেউ এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হওয়ার কথা। দিলীপ ঘোষের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন হল, কার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন দিলীপ ঘোষ? শোনা যাচ্ছে, তাঁর দলেরই কর্মী রিঙ্কু মজুমদারের প্রেমে পড়েছেন ষাটোর্ধ্ব ‘যুবক’ দিলীপ। রিঙ্কু উত্তর কলকাতা শহরতলি বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক বলে জানা গিয়েছে। মায়ের ইচ্ছেতেই নাকি বিয়ে করছেন সংঘের প্রচারক দিলীপ। নিউটাউনে নিজের কেনা ফ্ল্যাটে মাকে এনেও রেখেছেন। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বিয়ের পিঁড়িতে বসছেন এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন বঙ্গের গেরুয়া শিবিরে। দাদা বিয়ে করছেন শুনে দিলীপের ‘ঘনিষ্ঠ’ বা দিলীপ গোষ্ঠীর লোকজন অবশ্য বেশিরভাগই হতাশ। দিলীপবাবুর ‘ঘনিষ্ঠ’ সূত্রে জানা গিয়েছে, মা ছেলে দিলীপকে বলেছেন পরে তাঁদের দেখবে কে। নিউটাউনে নিজের কেনা ফ্ল্যাটে ঝাড়গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে চলে এসেছেন বিজেপি নেতা। কোনও আড়ম্বর চান না। তাই শুধুমাত্র আইনি বিয়েই নাকি সারবেন দিলীপ ও রিঙ্কু।