
আমেরিকায় আটক পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড গ্যাংস্টার হ্যাপি পাসিয়া
সম্প্রতি পঞ্জাবে ঘটে যাওয়া প্রায় ১৪টি জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড। তার খোঁজ দিতে পারলেই ৫ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ। শেষমেশ আমেরিকায় আটক করা হল কুখ্যাত দুষ্কৃতী হ্যাপি পাসিয়াকে। বৃহস্পতিবার, সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তরফে তাঁকে আটক করার কথা জানানো হয়েছে। দিনকয়েক আগে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার জলন্ধরের বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার নেপথ্যেও ছিল বব্বর খালসা আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত এই হ্যাপি পাসিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে অমৃতসরের গুমতালা পুলিস পোস্টের কাছে এক শীর্ষ আধিকারিকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করেছিল হ্যাপি। পাশাপাশি ভবিষ্যতে আরও একাধিক হামলার হুমকিও দিয়েছিল সে। তার সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে সূত্রে খবর।