
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
এবার মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিদেশি ভিসায় পড়তে আসা ছাত্রদের অবৈধ এবং হিংসাত্মক কার্যকলাপের রেকর্ড দিতে না-পারে তবে বিদেশি শিক্ষার্থীদের আর ভর্তি করতে পারবে না ৷ একই সঙ্গে, মার্কিন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মোট ২.৭ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান ইতিমধ্যেই বাতিল করেছে ৷ ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপ ২.২ বিলিয়ন মার্কিন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করা ৷ কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে একটি দাবি তালিকা প্রত্যাখ্যান করেছে। যার জেরে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছে। ডিএইচএস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, “স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) সচিব ক্রিস্টি নয়েম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মোট ২.৭ মিলিয়ন ডলারেরও বেশি দুটি ডিএইচএস অনুদান বাতিল করার ঘোষণা করেছেন ৷”বিবৃতিতে আরও বলা হয়েছে, “সেক্রেটারি একটি চিঠি লিখে হার্ভার্ডের বিদেশি ছাত্রদের অবৈধ ও হিংসাত্মক কার্যকলাপের বিস্তারিত রেকর্ড চেয়েছেন ৷ তা দিতে না-পারলে তাৎক্ষণিকভাবে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (SEVP) সার্টিফিকেশন হারানোর মুখোমুখী হতে হবে ৷” সেক্রেটারি নোয়েম বলেছেন, “হার্ভার্ড তার মেরুদণ্ডহীন নেতৃত্বের দ্বারা পরিচালিত ইহুদি-বিদ্বেষের কাছে নতজানু হয়ে চরমপন্থী আন্দোলনের এক বিশাল স্তূপ তৈরি করছে ৷ আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে ৷” তিনি আরও বলেন, “আমেরিকা-বিরোধী, হামাসপন্থী মতাদর্শ তার ক্যাম্পাস এবং শ্রেণিকক্ষগুলিকে বিষাক্ত করে তুলেছে ৷ আমেরিকাবাসী তাঁদের করদাতাদের অর্থে চলা বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে আরও বেশি কিছু দাবি করে ৷”