ইয়েমেনে আমেরিকার বিমান হানায় মৃত ৩৮, আহত ১০২

ইয়েমেনে আমেরিকার বিমানহানায় মৃত অন্তত ৩৮। আহত শতাধিক। এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি। লোহিত সাগরের তীরে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে হাউথিদের জ্বালানির উৎসই টার্গেট ছিল আমেরিকার। গত কয়েকদিন ধরেই এই ঘাঁটির উপর নজর রেখেছিল আমেরিকা। ২০২৩ সালে গাজায় ইজরায়েল যুদ্ধ শুরু করতেই লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে হাউথিরা। কারণ এই লড়াইয়ে তারা হামাসের পাশে। তাই আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে সশস্ত্র সংগঠনটি। পালটা আক্রমণ শানাচ্ছে মার্কিন সেনাও। রয়টার্স সূত্রে খবর, আজ শুক্রবার হাউথিদের তেল বন্দরে আকাশপথে হামলা চালায় পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৩৮ জনের। আহতের সংখ্যা ১০২।  বিবৃতি দিয়ে সেন্টকম জানিয়েছে, ‘১০ বছরেরও বেশি সময় ধরে ওই অঞ্চলটিতে সন্ত্রাস ছড়াচ্ছে হাউথিরা। এর জন্য তাদের অর্থায়ন করা হচ্ছে। ইরানের মদতপুষ্ট হাউথিদের জ্বালানির এই উৎসটি নিশ্চিহ্ন করতে মার্কিন সেনা এই পদক্ষেপ করেছে। এদিকে, আমেরিকার এই আক্রমণ পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে হাউথিরা। আজই ইজয়ায়েলে মিসাইল ছোড়ে তারা। কিন্তু সেই হামলা প্রতিহত করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ফলে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে।

error: Content is protected !!