ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির

দেশীয় প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার, দেশে প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা বলে জানা গিয়েছে ৷ টেসলা সিইও মাস্কের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, “একাধিক বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচন হল ৷ দেশে প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচন হয়েছে ৷” উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওয়াশিংটন ডিসি-তে দু’জন বৈঠকও করেন ৷ শুক্রবার সেই বিষয়েও মাস্কের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি আরও লেখেন, “প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে আমেরিকার অংশীদার হতে চায় ভারত ৷” আর সেই লক্ষ্যে এদিনের এই ফোনালাপ ৷ মার্কিন রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব কারও অজানা নয় ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারে তাঁর গুরুত্ব অপরিসীম ৷ দ্বিতীয়বার শপথ নেওয়ার পর মাস্ককে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর মাথায় বসানো হয়েছে তাঁকে ৷ মার্কিন প্রশাসনের সমস্ত খরচের হিসেব রাখে সেই দফতর ৷

error: Content is protected !!