
মে মাসে স্পেস স্টেশনে যাচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা
ভারত আবারও মহাকাশের অন্ধকার গভীরে সোনালী ইতিহাস লেখার দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সহযোগিতায়, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আগামী মাসে অর্থাৎ মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই বিষয়ে তথ্য দিয়েছেন। শুভাংশু গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভাংশুকে যে মিশনের জন্য মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে তা একটি বেসরকারি বাণিজ্যিক মিশন এবং এর জন্য ভারত প্রায় ৬০ মিলিয়ন ডলার বা প্রায় ৫১২ কোটি টাকা দিয়েছে। মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত তার মহাকাশ যাত্রায় একটি নির্ণায়ক অধ্যায় রচনা করতে প্রস্তুত।’ ভারতীয় মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার মিশনটি আগামী মাসে ২০২৫ সালের মে মাসে নির্ধারিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন, ‘১৯৮৪ সালে সোভিয়েত সয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার আইকনিক উড়ানের চার দশক পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় এবং মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হবেন।’