
প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সরঞ্জাম
এবার মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন। লালু অ্যান্ড সন্স নামে প্রয়াগরাজের সেই গোডাউনে শনিবার সকালে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। প্রয়াগরাজের এই লালু অ্যান্ড সন্স ওয়্যারহাউস দীর্ঘ কয়েক দশক ধরে কুম্ভ এবং মাঘ মেলার সরঞ্জাম সরবরাহের কাজ করছে। বিধ্বংসী আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই গোডাউন কর্তৃপক্ষ, এমনটাই মনে করা হচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও বোঝা না গেলেও শুকনো বাঁশ, ত্রিপল, দড়ি এবং অন্যান্য কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে। বিস্তীর্ণ এলাকা জুড়ে কুণ্ডলি পাকানো কালো ধোয়া দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলারায়।