
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করতে নিজের ডেপুটিকে ৩ দিনের ভারতে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অস্থির পরিস্থিতি বিশ্ব জুড়ে। অন্যান্য দেশের উপর চাপানো পাল্টা শুল্কনীতি আপাতত স্থগিত করলেও চিনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ জারি রেখেছেন ট্রাম্প। সেই আবহেই সোমবার সস্ত্রীক ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর ভারত সফরের দিকে তাকিয়ে ভারতের বাণিজ্যমহল! সোমবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবেন ভান্স। সঙ্গে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা এবং তিন সন্তান- ইওয়ান, বিবেক এবং মিরাবেল। সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভান্স এবং তাঁর পরিবারের জন্য একটি নৈশভোজের আয়োজন করবেন। তবে তার আগে মোদী এবং ভান্সের মধ্যে বৈঠক হওয়ারও কথা রয়েছে।