‘ভয় পেলে চলবে না, এবার খেলব আমরাও’, ব্রিগেড থেকে তৃণমূলকে পালটা বার্তা বন্যা টুডুর

রবিবারের সিপিআইএমের শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তি উন্নয়ন সংগঠনগুলির ডাকা ব্রিগেড সমাবেশে ৷ তিনি সিপিআইএম ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ৷ জীবনে প্রথমবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখলেন, আর প্রথম ভাষণেই শাসককের চোখে-চোখ রেখে হুঁশিয়ারি-“ব্যাটও ধরব, বলও করব, উইকেটও ফেলব ছাব্বিশে ৷”তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকেই চ্যালেঞ্জ জানিয়ে বন্যা টুডুর বক্তব্য, “ওরা বলছে খেলা হবে ৷ আমরা বলছি এবার খেলব আমরাও ৷ ব্যাটও ধরবো, বলও করবো। উইকেট ফেলবো, ছাব্বিশে৷” স্বাধীনতার পর এই প্রথম সিপিআইএমের চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেড আয়োজিত হয়েছিল ৷ খেটে খাওয়া দিনমজুর ও খেতমজুরে ছেয়ে গেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ৷ সেই খেটে খাওয়া মানুষদের প্রতিনিধি হিসেবে আজকের সমাবেশে পঞ্চম বক্তা হিসেবে পোডিয়ামে ওঠেন বন্যা ৷ নিজের আদিবাসী ভাষায় বক্তব্য শুরু করলেও, 11 মিনিটের বক্তব্যে তৃণমূল ও বিজেপিকে সমানভাবে নিশানা করলেন ৷ শুরুতেই এ দিন বন্যা বলেন, “কমরেড আমরা ভালো নেই ৷ দু’টো সরকার চলছে ৷ একটা ডাকাতের, একটা চোরের সরকার ৷ গ্রামে যখন হাতি ঢুকে যায়, তা আটকাতে আগুন ধরিয়ে দিই আমরা ৷ ফলে যারা জমি কেড়ে নিতে আসবে, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে তাদেরকেও আগুন ধরিয়ে দেবেন ৷ মুখ্যমন্ত্রীর লোক, প্রসাশননের লোকজনকে পিছু হটাতে হবে ৷ খেটে খাওয়া মানুষের লড়াই চালিয়ে যেতে হবে ৷” তবে, তাঁর বক্তব্য এ দিন উঠে আসে গ্রাম ও শহরের ভেদাভেদ ৷ তাঁর মন্তব্য, “মানুষ কী করছে, তা শহরের মানুষ খোঁজ রাখে না ৷ আমরা দু’কিলো চাল, 120 টাকায় মজুরি খাটি ৷ বামফ্রন্ট সরকারের উদ্যোগে ভূমিহীনদের জমি দেওয়া হয়েছে ৷ বর্গা দেওয়া হয় ৷ সেই জমি এখন ছিনিয়ে নিতে আসছে ৷ আমাদের তা প্রতিরোধ করতে হবে ৷ এই ব্রিগেডের জনজোয়ার দেওয়া অনেকেই বলেন, ভোট পাই না-কেন আমরা ? তাদের মনে রাখতে হবে, ভোট বাক্স আলাদা ৷ রুটি-রুজি আলাদা ৷ কেন শিরদাঁড়াটা নরম থাকবে ৷ আর সহ্য করব না ৷ অমরা চুরি করিনি ৷ আমরা দিল্লিতে যাচ্ছি ৷ টাকা দাও, না-হলে আমাদেরকে কাজ দাও ৷” এ দিন বেকারত্ব, শিল্পহীন বাংলা ছবি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি ৷ বন্যা বলেন, “5 টাকার চপ বিক্রি করে কীভাবে দু-তিনতলা বাড়ি হবে ৷ ওরা চুরি করলে আমরা তো আর করতে পারি না ৷ তাই, ব্রিগেডের কথা শুনে চলে গেলে হবে না ৷ বুথে লড়াই করতে হবে ৷ আমরা ভয় খাচ্ছি ৷ ভয় খেলে হবে না ৷ বুকের পাটা, আর হাতটা শক্ত করতে হবে ৷ এই জামায়াত দেখে তো সবে ফাটল ধরেছে ৷ ওদের ভয় লেগেছে ৷ বিডিও থেকে এসডিও জমি কাড়তে এসেছিল ৷ যে পুলিশ নিজেদের নিরাপত্তা দিতে পারেন না ৷ আমরা তাঁদের ভয় পাব ! আমরা লড়াই করছি ৷ খেলা আমরাও করব ৷ ব্যাটও করব, বলও করব, উইকেটও ফেলব ছাব্বিশে ৷”

error: Content is protected !!