২ দিনের পশ্চিম মেদিনীপুর সফর মুখ্যমন্ত্রীর

দু’দিনের পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার শুরু হবে তাঁর সফর ৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলায় ৷ উপনির্বাচনের পর এই প্রথম মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর সফর ৷ মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রীতিমতো সাজসজ রব জেলাজুড়ে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলাকে ৷ ট্রায়াল রানও করে ফেলেছে হেলিকপ্টার ৷ প্রশাসনিক সূত্রের খবর, সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী শালবনির জিন্দাল প্রকল্পে ১৬০০ মেগা ওয়াটের পাওয়ার প্লান্টের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন ৷ সেই সঙ্গে, পুজোও দেবেন তিনি ৷ এরপর, চপারে উড়ে যাবেন মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠে । কলেজিয়েট মাঠেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার জন্য বড় টেন্ট লাগিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে ৷ এরপর গাড়িতে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সন্ধ্যায় সার্কিট হাউসে দলের বিধায়ক, সাংসদ ও নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ এই বৈঠকের পরই জেলা সভাপতির নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে তাঁর ৷ মঙ্গলবার মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে সভা করতে আসবেন মুখ্য়মন্ত্রী । সভা শেষ করে চপারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্য়মন্ত্রী । উল্লেখ্য়, মুখ্যমন্ত্রীর সফরের জন্য যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ গড়ার কাজ চলছে কলেজ কলেজিয়েট মাঠ এবং শালবনিতে । এদিকে, মুখ্যমন্ত্রী সফরে কর্মসংস্থানের আশা দেখছেন অনেকে ৷ জানা গিয়েছে, শালবনী থেকে গাড়ি করে মেদিনীপুরে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রীর ৷ কিন্তু, চাকরিহারা শিক্ষকদের ক্ষোভের মুখে যাতে মুখ্যমন্ত্রী না-পড়েন, সেই জন্যই তাঁর সফরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে ৷

error: Content is protected !!