৭ উইকেটে জয়ী আরসিবি

পাঞ্জাব কিংস: ১৫৭/৬ (প্রভসিমরন ৩৩, শশাঙ্ক সিং ৩১*, ক্রুণাল ২/২৫, সুয়শ ২/২৬)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৫৯/৩ (বিরাট ৭৩*, দেবদূত ৬১, অর্শদীপ সিং ১/২৬, হরপ্রীত ব্রার ১/২৭)
৭ উইকেটে জয়ী আরসিবি

একদিন আগেই ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছিলেন বিরাট কোহলিরা। তাই আরসিবি’র কাছে এদিন ছিল ‘বদলা’র ম্যাচ। আর মধুর বদলা নেওয়ার খেলায় একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ বেঙ্গালুরু। আসলে কোহলির মতো ফিনিশার রয়েছেন যে। আর তাঁর বিরাট ব্যাটে ভর করে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রজত পাতিদারের দল।  এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। শুরুটা ভালোই করেন পাঞ্জাবের দুই ওপেনার। বিশেষ করে প্রভসিমরন সিংকে বেশি আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। অন্যপ্রান্তে প্রিয়াংশ আর্যও খারাপ খেলছিলেন না। প্রথম চার ওভারে ১০-এর উপর রানও ছিল। তবে তাল কাটে ক্রুণাল পাণ্ডিয়ার বলে। ১৫ বলে ২২ রানে সাজঘরে ফেরেন প্রিয়াংশ। প্রভসিমরনও ফেরেন ক্রুণালের বলে। তাঁর সংগ্রহ ১৭ বলে ৩৩। দুই ওপেনার চটজলদি ফিরে যাওয়ায় পাঞ্জাবের রানের গতি তো বাড়েইনি। বরং নিয়মিত উইকেটও হারাতে থাকে প্রীতি জিন্টার দল। ফর্মে থাকা শ্রেয়স আইয়ার (৬) এদিন ব্যর্থ হন। এরপর একে একে ফিরে যান নেহাল ওয়াধেরা (৫), জশ ইংলিশ (২৯), মার্কাস স্টয়নিস (১)। একসময় ১১৪ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা পাঞ্জাবকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান শশাঙ্ক সিং (৩১)। তবে পাঞ্জাবের ইনিংস ১৫৭ রানের বেশি এগোতে পারেনি। বেঙ্গালুরুর হয়ে ক্রুণাল পাণ্ডিয়া এবং সুয়শ শর্মা পেয়েছেন ২টি করে উইকেট। রোমারিও শেফার্ড নেন ১ উইকেট। ওয়াধেরাকে অনবদ্য রানআউট করে বিরাট কোহলিকে ট্রেড মার্ক স্টাইলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ।  ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্টের (১) উইকেট হারায় আরসিবি। যদিও এরপর টলানো যায়নি বিরাট কোহলিকে। শুরু থেকেই তাঁর মধ্যে বড় রান করার প্রত্যয় ছিল। অন্যদিকে, দেবদূত পড়িক্কল ছিলেন একেবারে তুরীয় মেজাজে। তাঁর সংগ্রহ ৩৫ বলে ৬১। হরপ্রীত ব্রারের বলে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন আরসিবি’র রান ১০৯। বলা যায়, কোহলি-দেবদূতের ১০৩ রানের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আইপিএলে সর্বাধিক ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েন বিরাট কোহলি। ৭৩ রানে অপরাজিত থেকে দক্ষ ফিনিশারের ভূমিকায় ফের অবতীর্ণ হন ‘কিং’। আরসিবি অধিনায়ক রজত পাতিদার মাত্র ১২ রানে যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেও জয় পেতে বিশেষ বেগ পেতে হয়নি বেঙ্গালুরুকে। 

error: Content is protected !!