
দিল্লি ফেরার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের
গত দুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ সফর করলেন জাতীয় মহিলা কমিশন। বিজয়া রাহাতকরের নেতৃত্বে হওয়া এই সফরে মালদায় গিয়ে মুর্শিদাবাদ থেকে আসা মহিলাদের সঙ্গে যেমন কথা বললেন, তেমনই মুর্শিদাবাদে গিয়েও নিপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। রবিবার সফর সেড়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুই পক্ষই। দিল্লি ফিরে বিস্তারিত রিপোর্ট কেন্দ্র সরকারকে দেওয়া হবে বলে জানিয়ে দেন কমিশনের চেয়ারপার্সন। বৈঠক সেড়ে রাজভবন থেকে বেরিয়ে বিজয়া রাহাতকর বলেন, আমরা এই সফরে এলাকার মহিলা, শিশুদের সঙ্গে কথা বলি। বিগত কয়েকদিনে তাঁদের ওপর যে অত্যাচার চলেছে, তার জন্য তাঁরা ভীত ও সন্তস্ত্র। রাজ্যপালকে আমি অনুরোধ করেছি যে রাজ্য সরকার যেন ওই এলাকাগুলিতে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করে। এবং উনি আমরা কথায় সহমত প্রকাশ করেছন। আমরা দিল্লি ফিরে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট দেব।