
মন্ত্রীর গাড়িতে ধাক্কা মেরে উল্টে গেল টোটো, আহতদের হাসপাতালে ভর্তি করলেন বীরবাহা হাঁসদা
ঝড়-বৃ্ষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় টোটো ৷ ঘটনায় আহত হয় তাতে থাকা যাত্রীরা ৷ গাড়ি থেকে নেমে আহতদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা । বাড়ি ফেরার সময় তিনি ওই আহত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ৷ ঘটনাক্রমে জানা গিয়েছে, রবিবার মেদিনীপুরে একটি নিজস্ব কাজে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রামে বাড়ি ফেরার পথে মেদিনীপুর শহরের গির্জার কাছে তাঁর গাড়িতে একটি টোটো ধাক্কা মারে। তাতে মন্ত্রীর গাড়ি ব্যাকলাইট ভেঙে যায়। অন্যদিকে, টোটোতে থাকা স্বামী-স্ত্রী ও তাঁদের নয় মাসের শিশু আহত হয়। মহিলার হাতে-পায়ে চোট লাগে । এরপর দ্রুত মন্ত্রী তাঁর গাড়িতে তুলে আহতদের নিয়ে মেদিনীপুর হাসপাতালে রওনা দেন ।