এবার নিজস্ব পানীয়ের ব্র্যান্ড নিয়ে কলকাতায় আসছেন শাহরুখপুত্র আরিয়ান

কলকাতায় আসছেন আরিয়ান খান। আইপিএলের খেলা দেখতে আগেও বহুবার ইডেনে তথা কলকাতায় এসেছেন শাহরুখপুত্র, তবে এবার তিনি আসছেন নিজের প্রচারে। বাবার মতো অভিনয়ে না আসলেও বাবার মতোই  পাকা ব্যবসায়ী ছেলে। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শাহরুখ খান। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে কলকাতায় আসছেন আরিয়ান।  শাহরুখ নিজে আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইটস রাইডার্সের মালিক, প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর। বাবার মতোই ব্যবসায় মন মজেছে আরিয়ানের। বাবার মতোই তাঁরও পছন্দের শহর কলকাতা। আগামী ২৬ এপ্রিল ইডেন গার্ডেনে হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের খেলা। সেদিনই কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হবে আরিয়ান খানের একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে তিনি লঞ্চ করবেন নিজের নতুন ব্র্যান্ড। শোনা যাচ্ছে, আরিয়ান একা নন, সেই অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে থাকবেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে শাহরুখ খান এই অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও কানাঘুষো এটাও শোনা যাচ্ছে যে যেহেতু তিনি দুবাইয়ের অনুষ্ঠানে ছিলেন, তাই কলকাতার আয়োজনে ছেলের পাশে থাকতে পারেন। 

error: Content is protected !!