ফের আইআইটি খড়গপুর হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ 

বছর ঘুরতে না-ঘুরতেই ফের আইআইটি পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য খড়গপুরে । রবিবার রাতে আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের ঘর থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ । মৃতের নাম অনিকেত ওয়ালকর (২২)। পুলিশ ও আইআইটি সূত্রে জানা যায়, মৃত অনিকেত ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত থাকতেন আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু হলে। তাঁর রুম নম্বর ছিল সি-২১৪। ওই রুম থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। আত্মহত্যা, নাকি IIT পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, হস্টেলে নিজের ঘরেই ছিলেন মহারাষ্ট্রের ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না-মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা তড়িঘড়ি এসে দেখেন, গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে অনিকেতের দেহ। রবিবার রাতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চলতি বছরের শুরুতে অর্থাৎ গত ১২ জানুয়ারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র, পশ্চিম মেদিনীপুরের খুকুরদহের বাসিন্দা সাওন মালিকের (২১) দেহ উদ্ধার করেছিল পুলিশ । সেই ঘটনার তিনমাসের মাথায় ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে।

error: Content is protected !!