আজ শালবনিতে পাওয়ার প্লান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আগামীকাল মেদিনীপুরে প্রশাসনিক সভা

আজ, সোমবার শালবনিতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল, পার্থ জিন্দালরা। উদ্বোধন পর্ব সেরে এ দিন রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকার কথা তাঁর। আগামিকাল, মঙ্গলবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মাঠে তাঁর প্রশাসনিক সভা হওয়ার কথা। যেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন উপভোক্তাদের সরকারি সাহায্যও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০০৮ সালের ২ নভেম্বর শালবনিতে ইস্পাত প্রকল্পের শিলান্যাস করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শিলান্যাস অনুষ্ঠান সেরে ফেরার পথে মেদিনীপুর ঢোকার মুখে কলাইচণ্ডী খালের কাছে বুদ্ধদেবের কনভয় মাওবাদীদের পোঁতা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে ২০১১ সাল পর্যন্ত অশান্ত ছিল জঙ্গলমহল। পরে জিন্দাল গোষ্ঠী বাজার ‘মন্দা’ বলে পিছিয়ে যায় এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়া থেকে। অবশেষে ২০১৮ সালে শালবনিতে একটি সিমেন্ট কারখানা করে জিন্দাল গোষ্ঠী। শালবনিতে রং কারখানা তৈরি করার কথা ঘোষণা করে সিমেন্ট কারখানা উদ্বোধনের দিন। সেই কারখানা আজও হয়নি। ইস্পাত কারখানার জন্য প্রায় সাড়ে চার হাজার একর জমি দেওয়া হয়েছিল জিন্দালদের। গত ফেব্রুয়ারিতে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দাল গোষ্ঠী ওই জমিতে ৮০০ মেগাওয়াটের দুটি পাওয়ার প্লান্ট তৈরির কথা ঘোষণা করে। আজ সেই প্লান্টের শিলান্যাস। জিন্দালদের বক্তব্য অনুযায়ী, দু’হাজার একর জমির উপর গড়ে উঠবে এই প্লান্ট। ১৬ হাজার কোটি টাকার এই প্লান্ট গড়ে তুলতে সময় লাগবে প্রায় তিন বছর। এ দিকে, আগামিকাল, মঙ্গলবার মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতিও চলছে সমান তালে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার ব্রিগেডে বামেদের সভার ভিড়কে টেক্কা দিতে শেষ মুহূর্তে মেদিনীপুরকেই বেছে নিল দল। সেই লক্ষ্যেই ব্লকে ব্লকে চলছে প্রস্তুতি সভা। 

error: Content is protected !!