
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্সকে নৈশভোজে বাসভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
দু’সপ্তাহ আগে ভারতের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা ৷ এই আবহে চারদিনের সফরে প্রথম ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ৷ তাঁর সঙ্গে আসছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তিন সন্তান৷ আগামিকাল সন্ধ্যায় তাঁদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও দু’দেশের মধ্যে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে খবর ৷ এর আগে আমেরিকা সফরে ১১ ফেব্রুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও আমেরিকার সেকেন্ড লেডি স্ত্রী ঊষা ভান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ সোমবার সকাল ১০টায় দিল্লির পালাম সেনাঘাঁটির বিমানবন্দরে নামবেন সস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং তাঁদের তিন সন্তান- ইওয়ান, বিবেক ও মিরাবেল ৷ তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ ভারতে নেমে প্রথমেই প্রেসিডেন্ট ভান্স ও তাঁর পরিবার যাবেন দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে ৷ সূত্রের খবর, সেখান থেকে ভারতের ঐতিহ্যবাহী কুটিরশিল্পের সামগ্রী কিনতে কোনও একটি শপিং মলে যেতে পারেন ভান্স ও তাঁর পরিবার ৷ দিল্লিতে তাঁরা আইটিসি মৌর্য শেরাটন হোটেলে থাকবেন ৷দিল্লি থেকে ভান্সরা রাজস্থানের জয়পুর এবং আগ্রায় ঘুরতে যাবেন ৷ তাঁদের সঙ্গে অন্ততপক্ষে পাঁচ জন উচ্চপদস্থ সরকারি আধিকারিক সর্বক্ষণ থাকবেন ৷ এই আধিকারিকদের মধ্যে পেন্টাগন ও আমেরিকার বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও আছেন ৷ সূত্রের খবর, সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের বৈঠক হবে ৷ সেখানে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রী এবং আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাতরা ৷ এই বৈঠকের পর সন্ধ্যা ৬টা ৩০টায় প্রধানমন্ত্রী মোদি ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড লেডি ঊষা ভান্সের নিমন্ত্রণ রয়েছে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাড়িতে ৷ তাঁদের সঙ্গে থাকবেন আমেরিকার উচ্চপদস্থ আধিকারিকরাও ৷ সফরের দ্বিতীয় দিন ২২ এপ্রিল ভান্সরা জয়পুর যাবেন ৷ সেখানে ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যবাহী আম্বের দুর্গ-সহ বিভিন্ন ঐতিহাসিক স্থলগুলি ঘুরে দেখবেন তাঁরা ৷ বিকেলে ভাইস প্রেসিডেন্ট ভান্স রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে একটি সভায় বক্তৃতা করবেন ৷ জয়পুরে তাঁরা অভিজাত বিলাসবহুল রামবাগ প্যালেসে থাকবেন ৷ একসময় এই প্যালেসেই থাকতেন রাজার অতিথিরা ৷ ২৩ এপ্রিল, তৃতীয় দিন সকালে ভাইস প্রেসিডেন্ট ভান্স সপরিবার আগ্রা ঘুরতে যাবেন ৷ এদিন তাঁরা তাজমহল দেখবেন ৷ দেশের বিভিন্ন শিল্প সামগ্রীর প্রদর্শনী ওপেন এয়ার এম্পোরিয়াম শিল্পগ্রামে যাবেন ৷ এদিনই দ্বিতীয়ার্ধে আগ্রা থেকে সোজা জয়পুরে ফিরে আসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৷ এরপর 24 এপ্রিল তাঁরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন ৷