হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার রাসায়নিক কারখানায় আগুন। সূত্রের খবর, সোমবার দুপুরে  আচমকাই কালো ধোঁয়া দেখথে পান স্থানীয়েরা। দ্রুত ছড়ায় আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন এবং ধোঁয়া ক্রমেই বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ কারখানাটিতে আগুন লাগে। ধোঁয়া বেরিয়ে আসতে দেখে এলাকাবাসী খবর দেন ডোমজুড় থানায়। এসে পৌঁছয় দমকল বাহিনী রাসায়নিক কারখানায় অনেক দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে অনুমান। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

error: Content is protected !!