
শিক্ষকদের পাশে জুনিয়র ডাক্তাররা, ধর্নাস্থলে অনিকেত-রা
শিক্ষকদের আন্দোলনের সমর্থনে এগিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা। ধর্নাস্থলে পানীয় জলের বোতল নিয়ে যোগ দিলেন অনিকেত মাহাতো, আসফাকুল্লা, দেবাশিসরা। সাধারণ মানুষকেও আন্দোলনে যোগদানের ডাক দিল চাকরিহারারা। মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক। তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা।