সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত মেনে চলবে SSC, এখনই কোনও তালিকা প্রকাশ নয়

মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর SSC-র তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় কমিশন সুপ্রিম কোর্টের সব গাইডলাইন মেনে চলবে। সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, তাঁরা ডিসেম্বর 31 অবধি বেতন পাবেন এবং সময় মতোই পাবেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোনও তালিকা প্রকাশের কথা বলা নেই, অতএব SSC তরফে কোনও তালিকা প্রকাশ করা হলে জট আরও বাড়তে পারে। ব্রাত্য জানিয়েছেন, SSC খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এবং আইন মাফিক পদক্ষেপ নেওয়া হবে।

error: Content is protected !!