জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গিরা হামলা, মৃত একাধিক, গুরুত্বর জখম ২০

ভূস্বর্গে আক্রান্ত পর্যটকরা ! মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছে ৷ এই হামলায় কয়েকজনের মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ২০ জন পর্যটক জখম হয়েছেন বলে খবর ৷ এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও ৷ হামলার অব্যবহিত পরে এক মহিলা পর্যটক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমার স্বামীর মাথায় গুলি লেগেছে ৷ অন্য সাতজন এই ঘটনায় আহত হয়েছেন ৷” পরে আহতের সংখ্যা আরও বাড়ে ৷ মেলে মৃত্যর খবরও ৷ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব ৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ পৌঁছেছে অ্য়াম্বুল্যান্স ৷ এই ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, “আমি স্তম্ভিত ৷ এই ঘটনা যেন বিশ্বাস হচ্ছে না ৷ পর্যটকদের উপর এই হামলা অত্যন্ত ঘৃণ্য ৷ এই হামলাকারীরা পাশবিক,অমানবিক ও ঘৃণার যোগ্য ৷ এদের নিন্দায় শব্দ যথেষ্ট নয় ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷” আরেকটি পোস্টে উপত্যকার শাসকদল জেকেএনএফ-এর সহ-সভাপতি ওমর জানান, “কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি ৷ তাই এই বিষয়ে যাচ্ছি না ৷ পরিস্থিতি একটু সামলে উঠলে এই বিষয়ে সরকারিভাবে জানানো হবে ৷ সাম্প্রতিক বছরগুলিতে সরাসরি নাগরিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তার থেকে এটা অনেক বড় ৷”

error: Content is protected !!