
শিক্ষা দফতরকে যোগ্যদের নামের তালিকা পাঠাল এসএসসি, তা প্রকাশ হবে না, জানালেন ব্রাত্য
চাকরিহারাদের মধ্যে কোন শিক্ষকরা যোগ্য, অবশেষে সেই তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠাল এসএসসি ৷ ইতিমধ্যে সেই তালিকা দফতর থেকে পৌঁছে গিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের হাতে ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই এই তালিকা এসে পৌঁছয় বিকাশ ভবনে ৷ তবে সেই তালিকায় কবলমাত্র রয়েছে যোগ্য শিক্ষকদের নাম ৷ কিন্তু এই তালিকা কোনওভাবেই সর্বসমক্ষে আসবে না ৷ যার কারণ হিসাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আইনজীবীর পরামর্শে তালিকা প্রকাশে বারণ রয়েছে ৷ তাই কোনও তালিকা প্রকাশ করা হবে না এখন । নইলে আদালত অবমাননা হতে পারে ৷” সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন যে যোগ্য শিক্ষকদের নামের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছিল, সেই তালিকাই বিকাশ ভবনে দিয়েছে ৷ এদিকে দ্রুত রিভিউ পিটিশনে যাবে শিক্ষা দফতর । কিন্তু এর আগে শিক্ষক আন্দোলন নিয়ে কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানেই শিক্ষামন্ত্রী অবস্থানরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন । আন্দোলন করুন, কিন্তু কারও জীবন বিপন্ন যাতে না হয় সেটা ওনাদের মনে রাখা উচিত । আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করছি । কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালত অবমাননা হয় ।” তবে এরপরও যদি ফের শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তাতে রাজি ব্রাত্য বসু । সপ্তাহ দুয়েক আগে বিকাশ ভবনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে যোগ্য চাকরিহারা শিক্ষকেরা বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । সেই বৈঠক শেষে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ হবে ২১ তারিখ । যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, আইনি পরামর্শ নিয়ে দু’সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে । সেই মতো এসএসসিকে চাপ দিতে সোমবার সল্টলেকের আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকেরা । তবে সারাদিন কাটলেও ওদিন কোনও তালিকা প্রকাশ করা হয়নি এসএসির তরফে ৷ এদিকে, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারী শিক্ষকরা ৷ সোমবার দিন পেরিয়ে রাতভর অবস্থানের পর মঙ্গলবারেও রাস্তায় বসে তাঁরা । এই বিক্ষোভের জেরে এসএসসি অফিসের ভিতরে আটকে রয়েছেন চেয়ারম্যান । কিন্তু এর মাঝেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, “কোনও তালিকা প্রকাশ করা হবে না ।”

