
সুপ্রিমকোর্ট নির্দেশ প্রসঙ্গে তরজা তুঙ্গে! নাম না করে বিরোধীাদের নিশানা উপ-রাষ্ট্রপতির জগদীপ ধনখড়ের
সাংবিধানিক শীর্ষ পদে থাকা কেউ কিছু বললে তা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই বলেন ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এমনই মন্তব্য করলেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, সমালোচকদের লক্ষ্য করেই তিনি এই মন্তব্য করেছেন ৷ সম্প্রতি রাজ্যপালদের বিলে স্বাক্ষর করা সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকেও বিলে স্বাক্ষর করা নিয়ে পরামর্শ দেয় ৷ বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম শীর্ষ আদালত রাষ্ট্রপতিকে তাঁর কাছে রাজ্যপালের পাঠানো বিলে তিন মাসের মধ্য়ে স্বাক্ষর করার কথা বলে ৷ আদালতের এই ঘোষণার পর থেকে সংসদ বনাম সুপ্রিম কোর্ট বিতর্কের সূচনা হয় ৷ এ প্রসঙ্গে অতীতে কয়েকটি মন্তব্য করেছিলেন উপরাষ্ট্রপতি ৷ তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷ এবার এই প্রসঙ্গেই কারও নাম না করে নিজের সমালোচকদরে নিশানা করলেন ধনখড় ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে উপ-রাষ্ট্রপতি তথা চেয়ারম্যান ধনখড় বলেছিলেন, “সুপ্রিম কোর্ট কখনও সুপার পার্লামেন্ট হয়ে উঠতে পারে না ৷” এদিন সেই বক্তব্যের রেশ টেনে তিনি বলেন, “সংসদের উপরে কোনও কর্তৃপক্ষ আছে, এমনটা সংবিধানে বলা নেই ৷ সংসদই সুপ্রিম ৷ দেশের প্রতিটি নাগরিকের মতোই সংসদ সুপ্রিম ৷ একটি সাম্প্রতিক রায়ে রাষ্ট্রপতিকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিন দেখব বলে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনিনি ৷ রাষ্ট্রপতিকে বলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে ৷ আর তা না হলে আইন হয়ে যাবে !”