
জম্মু-কাশ্মীরে পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে চালু হল হেল্পলাইন নম্বর। শ্রীনগরের জন্য এই নম্বর হল ০১৯৪২৪৫৭৫৪৩ এবং ০১৯৪২৪৮৩৬৫১। এডিসি শ্রীনগরের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা ৭০০৬০৫৮৬২৩ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ইতিমধ্যে সংবাদের শিরোনামে এসেছে। ঘটনার জেরে ইতিমধ্যে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও বহু। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে। মঙ্গলবার দুপুরের দিকে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। এদিনে দুপুরে প্রথমে একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে সেই সংখ্যা আরও বাড়ে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গোটা ঘটনাটি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী।