পহেলগাঁওয়ে হামলার জঙ্গিদের ধরতে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল জম্মু-কাশ্মীর পুলিশ

পহেলগাঁও যারা হামলা চালিয়েছে তাদের কোনও রকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে হামলাকারীদের ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং প্রশাসনও। ইতিমধ্যেই তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছে।  এ বার ওই হামলাকারীদের ধরতে আর্থিক পুরস্কারে ঘোষণা করল জম্মু-কাশ্মীর পুলিশ। পহেলগাম হামলার সন্ত্রাসবাদীদের ধরতে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জঙ্গি হামলা হয় অনন্তনাগ জেলার পহেলগামের বৈসারনে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। আর বুধবার পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে কেন্দ্র। আসিফ ফউজি, সুলেমান শাহ, আবু তালহা নামে ওই তিন জনের স্কেচও প্রকাশ করা হয়েছে।  এর পরেই তাদের ধরার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে অনন্তনাগ জেলার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছেযারা এই সংক্রান্ত তথ্য দেবেন তাঁদের নামনিরাপত্তার স্বার্থে গোপন রাখা হবে। ওই জঙ্গিদের সম্পর্কে তথ্য জানানো যাবে অনন্তনাগ জেলার সিনিয়র পুলিশ সুপার ৯৫৯৬৭৭৭৬৬৬এবং সেখানকার পুলিশ কন্ট্রোল রুমে ফোন নম্বর ৯৫৯৬৭৭৭৬৬৯নম্বরে ফোন করে। এ ছাড়াও dpoanantang-jk@nic.inএ ইমেল করেও জঙ্গিদের নিয়ে তথ্য জানানো যাবে।

error: Content is protected !!