
বিস্ফোরণে উড়ে গেল পহেলগাঁও-কাণ্ডে জড়িত সন্দেহে অভিযুক্ত ২ জঙ্গির বাড়ি
বিস্ফোরণে উড়ে গেল দুই জঙ্গির বাড়ি ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত ছিল লস্কর-ই-তৈবার (LET) দুই সন্ত্রাসী ৷ একজনের নাম আদিল হুসেন ঠোকার আর অন্যজন আসিফ সেখ ৷ শুক্রবার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে এক বিস্ফোরণে এই দু’জনের বাড়ি ধ্বংস হয়ে যায় । ঘটনার সময় লস্কর-ই-তৈবার দুই সন্ত্রাসী আদিল হুসেন ঠোকার এবং আসিফ শেখের বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ ঠিক তখনই বাড়ির মধ্যে রাখা বিস্ফোরকগুলি বিস্ফোরিত হয় । তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেড়া ব্লকের গুরি গ্রামের বাসিন্দা আদিল মঙ্গলবারের পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ৷ তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে এবং অনন্তনাগ পুলিশ তার সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্যের জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে । এই মামলায় দুই পাকিস্তানি নাগরিককেও মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে । অন্যদিকে, পুলওয়ামা জেলার ত্রালের বাসিন্দা আসিফ শেখকে হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ৷ তবে বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর তল্লাশির সময় এই ঘটনা ঘটলেও তাতে কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয় ৷ অভিযুক্তরা কেউ সেই সময় বাড়িতে ছিল কিনা, তাও জানা যায়নি ৷