আইপিএল ম্যাচের জন্য আজ বিশেষ মেট্রোর পরিষেবা

ইডেনে আজ শনিবার আইপিএলে কলকাতা বনাম পঞ্জাব ৷ এই ম্যাচ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করল কলকাতা মেট্রো ৷ এদিন মধ্য়রাত পর্যন্ত ব্লু লাইনে চলবে এই ট্রেন ৷ তবে, গ্রিন লাইন 2-তে এদিন মধ্যরাতের বিশেষ পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । শনিবার ইডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস ৷ রাতে মাঠ থেকে খেলা দেখে বাড়ি ফেরার সময় দর্শকদের কোনও রকম সমস্যায় পড়তে যাতে না-হয়, সেই কারণে রাত্রীকালীন মেট্রো পরিষেবা ৷ তবে, যাত্রীদের গুণতে হবে বাড়তি ভাড়া । কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের আবেদনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ 26 এপ্রিল ইডেনে খেলার জন্য মধ্যরাতে বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নিয়েছে । তবে, 26 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত Communication Based Train Control (CBTC) কাজের জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেকারণে, শনিবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা পাওয়া গেলেও, গ্রিন লাইন ২-তে মধ্যরাতের পরিষেবা বন্ধ থাকবে । ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইন থেকে এদিন ঠিক রাত ১২টার সময় স্পেশাল মেট্রো ছাড়বে । ট্রেনটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছবে ঠিক রাত ১২টা ৩৩ মিনিটে । অন্যদিকে, ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইন থেকে আরও একটি মেট্রো ঠিক রাত ১২টার সময় ছাড়বে । ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে । তবে, বিশেষ এই মেট্রোর জন্য যাত্রীদের ১০ টাকা সার্জ চার্জ দিতে হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । সেই সঙ্গে, স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য বা টোকেন কেনার জন্য এবং পেপার টিকিট কেনার জন্য ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টারগুলি খোলা থাকবে ৷

error: Content is protected !!