
গরমে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর!
স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস ! আগামী এক সপ্তাহ খরতাপে দগ্ধ হওয়ার কোনও পূর্বাভাস নেই ৷ বরং, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা শুষ্ক গরম বাতাসের কারণে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে । তবে, বিকেল থেকে আবহাওয়ার বদল শুরু হবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ এবং ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । দিনের আকাশ থাকবে মেঘলা ৷ আর্দ্রতাজনিত কারণে অনুভূত হবে অস্বস্তিকর গরম ৷ শনিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় গরমের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । তাপপ্রবাহের পাশাপাশি এই জেলাগুলিতে রাতেও উষ্ণতা থাকবে বেশি । এছাড়া, তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া এবং বীরভূমে । বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না-হলেও গরমের অস্বস্তি থাকবে । তবে, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে । রবি এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ঝোড়ো হাওয়ার-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও । বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ৷ উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে । রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে । ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার । তবে, মালদায় ঝড়বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। যার জেরে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে । পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই ।