উত্তর সিকিমে বৃষ্টি ও ধসে আটকে ১৮০০ পর্যটক, বন্ধ লাচুং-লাচেন

বৃষ্টি ও ধসে বিধ্বস্ত উত্তর সিকিম। বৃষ্টির ২৪ ঘণ্টা পর শুক্রবারও লাচেন ও লাচুংয়ে আটকে রয়েছে ১৮০০ পর্যটক। তাঁদের অনেকেই বাংলার। বেশকিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের ফেরানো সম্ভব হয়নি। পর্যটকদের উত্তর সিকিমে যাওয়ার অনুমতি আপাতত দিচ্ছে না ওই রাজ্যের সরকার। পাহাড়ি রাজ্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার কাজ তদারকি করছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। চুংথাংয়ে আটকে পড়া হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তর সিকিমের কিছু এলাকা এদিন পরিদর্শন করেন মাঙ্গন জেলা পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। পুলিস সুপার সোনম দেচু ভুটিয়া জানান, লাচুং ও লাচেনে ১৮০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। জেলাশাসক অনন্ত জৈন জানান, চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। এরবাইরে লাচুং ও লাচেনের হোটেলেও কিছু পর্যটক রয়েছেন। তবে সকলেই সুস্থ ও স্বাভাবিক।

error: Content is protected !!