পহেলগাঁও হামলার তদন্তে বৈষ্ণবঘাটায় এনআইএ ! বিতানের স্ত্রী সোহিনীর বয়ান রেকর্ড

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে নেমে এবার বৈষ্ণবঘাটার বাসিন্দা নিহত বিতান অধিকারীর বাড়িতে গেলেন এনআইএ-র তদন্তকারীরা ৷ রবিবার বৈষ্ণবঘাটায় বিতানের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলে এনআইএ-র তিন সদস্যের তদন্তকারী দল ৷ সূত্রের খবর, সোহিনীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এনআইএ সূত্রে খবর, কাশ্মীরে কবে গিয়েছিলেন তাঁরা, কোথায়-কোথায় ঘুরেছিলেন, কোন হোটেলে ওঠেন, সেই সব হোটেলের নাম ও ঠিকানা নথিভুক্ত করেছেন গোয়েন্দারা ৷ কাশ্মীরে থাকাকালীন সন্দেহজনক কিছু সোহিনী বা তাঁর স্বামীর নজরে পড়েছিল কি না সেসব নিয়ে প্রশ্ন করা হয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পহেলগাঁও জঙ্গি হামলা ও সেই ঘটনায় 26 জনের মৃত্যুর তদন্তে ‘জাতীয় তদন্তকারী সংস্থা’-কে নিযুক্ত করা হয়েছে ৷ একজন স্পেশাল আইজি পদমর্যাদার আধিকারিক এই তদন্তের নেতৃত্বে রয়েছেন ৷ তারই তদন্তে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের বাড়িতে যাচ্ছেন গোয়েন্দারা ৷ সেভাবেই বিতানের বাড়িতে পৌঁছন ৷ বিতান-সহ পশ্চিমবঙ্গের যে তিনজন বাঙালি পর্যটক জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন, তাঁদের সকলের পরিবারের সঙ্গেই কথা বলবেন তদন্তকারীরা ৷ সেই প্রক্রিয়ায় অংশ হিসেবে তিন সদস্যের একটি দল শনিবার বেহালা সখেরবাজারে নিহত সমীর গুহ-র বাড়িতে গিয়েছিল ৷ এ দিন তাঁরা বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে কথা বললেন ৷ উল্লেখ্য, এই হামলায় নিহত পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র আবার কেন্দ্রের এক গোয়েন্দা সংস্থার আধিকারিক ছিলেন ৷ তাঁর পরিবারের সঙ্গেও কথা বলবেন এনআইএ-র তদন্তকারীরা ৷

error: Content is protected !!