
ফের সীমান্তে পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতেরও
পাকিস্তানি সেনা সীমান্তে পঞ্চমদিনেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করল। ভারতের বিনা উস্কানিতে সোমবার রাত এবং মঙ্গলবার ভোররাতে কুপওয়ারা এবং বারামুলা জেলা-সহ আখনুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। উল্লেখ্য, সোমবার রাতের আগেও চারদিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে পাক সেনা। এর আগে পুঞ্চ জেলার সীমান্ত, কুপওয়ারা সীমান্তে উত্তেজনা তৈরি হয়। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৭ জন ভারতীয়র। এর পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করা হয় ভারতের পক্ষ থেকে। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তিও। পাকিস্তানের নাগরিকদের ভিসাও বাতিল করেছে ভারত। পাল্টা ভারতের বিরুদ্ধেও বেশ কিছু পদক্ষেপ করেছে ইসলামাবাদ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাক সেনার লাগাতার যুদ্ধ বিরতির চেষ্টা যে একেবারেই ভালো চোখে দেখছে না সাউথ ব্লক, তা স্পষ্ট।