
আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা!
আগামী শুক্রবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলার বাতাসে প্রবেশ করেছে জলীয় বাষ্প । ফলে, গোটা রাজ্যেই বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের কথায়, “চলতি সপ্তাহে বঙ্গে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই । বরং, ঝড়বৃষ্টি এমনকী শিলাবৃষ্টিও হাত পারে বেশ কয়েকটি জেলায় ৷ এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে । পাহাড় থেকে সমতল সর্বত্রই সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷” মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । হাওয়া অফিসের তরফে তাই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে । বুধবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে । শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে । সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা । দক্ষিণের সব জেলাতেই শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে । সমতলের পাশাপাশি পাহাড়েও ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । শুক্রবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে । বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শুক্রবার উত্তরের আট জেলাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷