কানাডায় নিখোঁজ হওয়ার ৪ দিন পরে উদ্ধার ভারতীয় ছাত্রীর দেহ

ভারতীয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু কানাডার ওটাওয়ায়। ২৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। মৃত ছাত্রীর নাম বংশিকা সাইনি। বয়স ২১ বছর। সর্বভারতীয় সংবাদসমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টির নেতা দাবিন্দর সাইনির কন্যা ছিলেন বংশিকা। জানা গিয়েছে, স্কুলের পড়াশোনা শেষ করার পর বংশিকা কানাডায় চলে এসেছিলেন। গত ২৫ এপ্রিল রাত ৯টা নাগাদ ভাড়ার ঘর খুঁজতে বেরিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। তাঁর ফোন বন্ধ ছিল, যার ফলে সে পরীক্ষায়ও উপস্থিত হননি। তদন্তকারি আধিকারকরা জানিয়েছেন, বংশিকা নিয়মিত তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বংশিকার দেহ একটি সমুদ্র সৈকতের কাছে পাওয়া গেছে। পরীক্ষায় উপস্থিত না হওয়ার পর তাঁর বন্ধুরা তাঁকে খুঁজতে শুরু করেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, যখন তাঁরা জানতে পারেন যে বংশিকা নিখোঁজ, তখন তাঁরা স্থানীয় পুলিশকে সেই বিষয়ে অবহিত করেন। 

error: Content is protected !!