
মঙ্গলবার গ্রিন লাইনে কমেছে মেট্রোর সংখ্যা
মঙ্গলবার গ্রিন লাইন ১ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলছে কম সংখ্যক মেট্রো ৷ সেই সঙ্গে, ২০ মিনিট অন্তর মিলছে পরিষেবা ৷ সপ্তাহের দ্বিতীয়দিনে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে ৷ সেটি হল স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বা Communication Based Train Control (CBTC) System পরীক্ষা নিরীক্ষা । আর এই কাজের জন্য কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে মাঝে মধ্যেই পাওয়ার ব্লক নিয়ে কাজ চলছে । গত ২৭ এপ্রিল এই অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি প্রদর্শনে আসেন । এখনও বাকি রয়েছে বেশ কিছু কাজ ৷ সেই কাজের জন্য গ্রিন লাইন 1-এ এদিন কম সংখ্যক মেট্রো চালানোর কথা জানানো হয় কর্তৃপক্ষের তরফে ৷ সাধারণত শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে ১০৬টি মেট্রো চলাচল করে । তবে, এদিন 90টি মেট্রো যাতায়াত করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । প্রতি ২০ মিনিট অন্তর মিলবে একটি মেট্রো । অবশ্য, গ্রিন লাইন ২ অর্থাৎ হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত স্বাভাবিক থাকবে পরিষেবা । এই লাইনে মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে না বলেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । উল্লেখ্য, বইমেলার সময় একই কারণে টানা ৪দিন গ্রিন লাইন ১-এ বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা ৷ ফলে, সেবারও অফিস যাত্রীদের পাশাপাশি বেশ সমস্যায় পড়েছিলেন বইপ্রেমিরা ৷