
DC VS KKR : দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কেকেআর
কেকেআর: ২০৪-৯ (অঙ্গকৃষ ৪৪, রিঙ্কু ৩৬)
দিল্লি ক্যাপিটালস: ১৯০-৯ (ফ্যাফ ৬২, অক্ষর ৪৩, নারিন ৩-২৯)
১৪ রানে জয়ী কেকেআর।
অবশেষে ৩ ম্যাচ পর আইপিএলে জয়ে ফিরল কেকেআর। কোনওদিন বোলাররা ভালো করেন, কোনওদিন ব্যাটাররা। চলতি মরশুমে সেভাব ‘দল’ হয়ে উঠতে পারেনি কেকেআর। যেটা অবশেষে দেখা গেল মঙ্গলবার। দল হিসাবে খেলে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাল নাইটরা। কেকেআরের জয়ের অন্যতম কারিগর অবশ্য সুনীল নারিন। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন কেকেআরের দুই ওপেনার নারিন এবং গুরবাজ। প্রথম উইকেটের জুটিতে নাইটরা তোলে ৪৮। গুরবাজ করেন ২৬। নারিন যখন আউট হলেন তখন দলের রান ৮৫। নারিন নিজে করেন ২৭ (১৬)। এরপর অবশ্য দ্রুত রাহানে (২৬), ভেঙ্কটেশ আইয়ার (৭) প্যাভিলিয়নে ফিরে যান। ৯১ রানে ৪ উইকেট খুইয়ে খানিক চাপে পড়ে যায় নাইটরা। এবার জুটি বাঁধেন রিঙ্কু এবং অংকৃষ। ওই জুটিতে ৬১ রান তোলে নাইটরা। তবে মোক্ষম সময়ে রিঙ্কু (২৫ বলে ৩৬) এবং অঙ্গকৃষ (৩২ বলে ৪২) আউট হয়ে যাওয়ায় ফের চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। যদিও ততক্ষণে কেকেআরের স্কোর ১৭০ পেরিয়েছে। শেষদিকে রাসেল ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে কেকেআরকে দুশোর উপর পৌঁছে দেন। শেষ ওভারে প্রাক্তন নাইট মিচেল স্টার্ক জোড়া উইকেট-সহ আরও সস্তার ওভারটা না করে গেলে হয়তো আরও খানিকটা রান তুলতে পারত কেকেআর। শেষ পর্যন্ত নাইটদের ইনিংস শেষ হয় ২০৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় পর্যন্ত কেকেআরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছিল দিল্লি। শুরুটা ভালো না হলেও ফ্যাফ ডু’প্লেসিসের অনবদ্য ব্যাটিং ১৬ তম ওভার পর্যন্ত ম্যাচে ধরে রাখে দিল্লিকে। ডুপ্লেসিসের সঙ্গে ওপেন করতে এসে ব্যর্থ হন অভিষেক পোড়েল (৪)। করুণ নায়ার (১৫) এবং কেএল রাহুলও (৭) এদিন ব্যর্থ হন। ৩ উইকেটের পতনের পর অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসিসের জুটিতে ভালোরকম চাপে ফেলে দেয় নাইটদের। সেই জুটি ভাঙেন নারিন। এরপর দ্রুত ফিরে যান স্টাবস (১), আশুতোষ (৭) এবং স্টার্ক। শেষদিকে ভিপ্রাজ খানিকটা লড়াই করলেও নাইটদের জয়ের পথে বাধা হতে পারেননি। নাইটরা জিতল ১৪ রানে। এই জয়ের ফলে চলতি আইপিএলের প্লেঅফের লড়াইয়ে জীবিত রইল নাইটরা। অন্তত খাতায়কলমে এখনও সম্ভাবনা রয়েছে কেকেআরের। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৭ নম্বরে কেকেআর। তবে নিজেদের শেষ সবকটি ম্যাচ জিতলে এখনও প্লেঅফে যেতে পারে নাইটরা।