অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে কমপক্ষে ৮ ভক্তের মৃত্যু

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় চন্দনোৎসবের অনুষ্ঠান চলাকালীন ঘটল এক মর্মান্তিক ঘটনা। মন্দিরে ভিতরের প্ল্যাটফর্ম ভেঙে চাপা পড়ে মৃত্যু হল আট ভক্তের। আহত আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার বিখ্যাত শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসব উপলক্ষে হাজির হয়েছিলেন বহু ভক্ত। মঙ্গলবার ভোর রাত সোয়া দুটো নাগাদ মন্দিরের ভিতরের একটি দেওয়াল হঠাৎ ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে অনুমান, সিমহাচলম পাহাড়ে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের কারণেই ভেঙে পড়েছে দেওয়ালটি। ওই নবনির্মিত দেওয়ালের পাশেই ৩০০ টাকার টিকিট কেটে দাঁড়িয়েছিলেন ভক্তরা। আচমকা দেওয়ালটি ভেঙে পড়ায় তার নীচে চাপা পড়ে যান বহু ভক্ত। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আটকে পড়া ভক্তদের উদ্ধারের কাজ শুরু করে তাঁরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। গুরুতর আহত আরও পাঁচ জন বলে খবর। ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ। আরও কেউ এখনও চাপা রয়েছে কী না তা খতিয়ে দেখছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গালপুদি অনিথা এই দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছেন। ঘটনায় এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি।

error: Content is protected !!