
সপ্তাহভর রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা!
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করছে। ফলে রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির কারণে বঙ্গে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বরং, ঝড়-বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির হাত ধরে স্বস্তিদায়ক আবহাওয়া মিলতে পারে বৈশাখ মাসের মাঝামাঝি সময়েও। আজ বুধবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের সব জেলাতেই ওই দিন বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।