
প্রকাশিত আইসিএসই-আইএসসির ফল
ফলপ্রকাশ হল আইসিএসই এবং আইএসসি-র । রাজ্যে আইসিএসই অর্থাৎ দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৭৬ শতাংশ । আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে রাজ্যে পাশের হার ৯৮.৭৫ শতাংশ । দুই শ্রেণির ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা । রাজ্যে দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ । অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ছাত্রীদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ । তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরেও কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বোর্ডের তরফে । কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা।