আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড়সড় সেনা অভিযানে ভারত! দেশকে সতর্ক করে দাবি আতঙ্কিত পাক মন্ত্রীর

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনারা পাকিস্তানে হামলা চালাতে পারে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের কাছে এই বিষয়ে নিশ্চিত খবর রয়েছে। পাক মন্ত্রীর দাবি, ‘আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে।’ যদিও পাক মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত। কিন্তু তাঁর এই বক্তব্যের পর উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গোটা বিশ্ব নিন্দা করেছে এই ঘটনার। এই ইস্যুতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক পৌঁছেছে তলানিতে। ২৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার টিআরএফ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। যাকে কেন্দ্র করে পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ উঠছে ইসলামাবাদের বিরুদ্ধে। পহেলগাঁও ইস্যুতেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এবার কী যুদ্ধের পথে হাঁটবে নয়াদিল্লি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিগত কয়েকদিন ধরেই পহেলগাঁও ইস্যুতে একাধিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কখনও সেনাবাহিনীর তিন প্রধান, কখনও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন তিনি। যার ফলে অনেকের অনুমান ইসলামাবাদের উপর প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। তার মাঝেই গতকাল, মঙ্গলবার সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তারপর থেকেই ভয়ে কাঁপছে পাকিস্তান। 

error: Content is protected !!