
মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫, আটক হোটেলের ম্যানেজার, ৩ মালিকের খোঁজে তদন্তকারীরা
মেছুয়া ফল বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন করল লালবাজার ৷ এই ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা ৷ সেই সঙ্গে হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, হোটেলের মোট তিনজন মালিক রয়েছেন ৷ তাঁরা ঘটনার পর থেকে পলাতক বলে অভিযোগ ৷ তদন্তকারীরা তাঁদের খোঁজ চালাচ্ছেন ৷ মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বড়বাজারের মেছুয়া ফল বাজারে অবস্থিত একটি হোটেলের দোতলায় আগুন লাগে ৷ দ্রুত সেই আগুন হোটেলের বাকি তলগুলিতেও ছড়িয়ে পড়ে ৷ যে ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই শিশু সহ ১৫ জনের মৃত্যু হয়েছে ৷ মোট 13 জন আহত হন ৷ যাঁদের মধ্যে 12 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এমনকি হোটেলের ইমার্জেন্সি এক্সিটও ঠিকঠাক ছিল না-বলে অভিযোগ ৷ আর সেই সবের তদন্তের জন্য লালবাজারের তরফে একটি সিট গঠন করা হয়েছে ৷ যেখানে গোয়েন্দা বিভাগের পদস্থ আধিকারিক-সহ কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং এবং হোমিসাইড বিভাগের দু’জন শীর্ষ আধিকারিক রয়েছেন ৷ লালবাজার সূত্রে খবর, হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে ইতিমধ্যেই ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিটের আধিকারিকরা ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে হোটেলের যে তিনজন মালিক রয়েছেন, তাঁরা বর্তমানে কোথায় রয়েছেন, তাঁদের বাড়ির ঠিকানা কী, তাঁদের সঙ্গে ভিনরাজ্যের কোনও যোগসূত্র রয়েছে কি না, এমন নানা তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, অগ্নিকাণ্ডের পর থেকে তিনজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ৷ আর সবচেয়ে বড় বিষয় হল, অগ্নিকাণ্ডের ঘটনার সময় হোটেলে তিনজনের মধ্যে এক মালিক উপস্থিত ছিলেন ৷ কিন্তু, রাতে তাঁর সঙ্গে পুলিশ যোগাযোগ করতে চাইলে, ফোন ধরেননি তিনি ৷ আর বুধবার সকাল থেকে ওই মালিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এমনকি তাঁর ফোন বন্ধ বলে অভিযোগ ৷ তাঁরা গা-ঢাকা দিয়ে থাকতে পারেন বলে তদন্তকারীদের অনুমান ৷ ফলে তাঁদের হদিশ পাওয়ার জন্যই সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গাফিলতির অভিযোগ এনেছি এবং জোড়াসাঁকো থানায় একটি প্রাথমিক এফআইআর করেছি ৷”