মন্দির উদ্বোধনে গিয়ে আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ সৌগত রায়

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, হার্টের সমস্য়া নিয়ে এদিন ভর্তি হন দমদমের সাংসদ। পরে অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়েছে। বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এদিন উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। সেখানে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বেলঘরিয়ার ওই বেসরকারি নার্সিংহোমে। সেখানেই চিকিৎসকরা পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, এদিন বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। মাঝপথে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বসানো হয়। এরপর কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন বলে সূত্রের খবর। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচার সফল বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। আপাতত স্থিতিশীল সাংসদ। তাঁর দিকে চিকিৎসকরা নিয়মিত নজর রাখছেন বলেই খবর। বর্ষীয়ান তৃণমূল সাংসদের আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর পরিবারোর লোকজন এবং অনুগামীরা। দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে যান মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা-নেত্রীরা।

error: Content is protected !!