
ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত বাইক চালক
ফের পথ দুর্ঘটনা মা ফ্লাইওভারে। দুর্ঘটনায় বলি ১। জানা গিয়েছে, বেপরোয়া বাইক চালানোর ফলেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক পড়ে যান যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুবককে উদ্ধার করা হয়। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল তাঁর দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। সেই সময় র্যাম্প উপর অত্যন্ত দ্রুতগতিতে বাইক স্কিট করে যায়। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে বাইকটি। যুবকের মাথায় কোনও হেলমেট ছিল না।