
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন একাধিক এলাকা, ব্যাহত বিমান চলাচল, মৃত ৪, সতর্কতা জারি
প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতে বিপর্যস্ত দিল্লি। । বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লি এবং সংলগ্ন এলাকা বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আইএমডির তরফে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকালেও বজ্রপাত এবং ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। ঝড়ের কারণে দিল্লির দ্বারকা এলাকায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। বাড়ির একাংশ ভেঙে এক মহিলা ও তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। ভারী বৃষ্টিপাতের কারণে লাজপত নগর, আর কে পুরম এবং দ্বারকার মতো এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন। সকাল থেকেই ওই এলাকাগুলিতে যান চলাচল ব্যাহত হয়েছে। এই আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। বিমান ওঠানামা করতে বেশ কিছুটা দেরিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার, দিল্লিতে লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। দিল্লি এবং আশেপাশের এলাকায় তীব্র বজ্রপাত এবং ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দিল্লি এবং আশেপাশের কিছু অংশে শিলাবৃষ্টিও হয়েছে। লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকা-সহ দিল্লির বেশ কয়েকটি অংশে জলা জমে গিয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই ঝড়বৃষ্টির কারণে গাছ ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রয়োজন না হলে এ দিন ঘরে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। অন্য দিকে, এই ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে দিল্লির বিমান চলাচলও। দিল্লি বিমানবন্দর সোশ্যাল মিডিয়া এক্স-এ জানিয়েছে, এই আবহাওয়ার কারণে প্রভাবিত হচ্ছে ফ্লাইট। এই নিয়ে সতর্কতা জারি করে, আগেই বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।এর জেরে শুধুমাত্র দিল্লি নয়, উত্তর ভারতে বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বিভিন্ন ফ্লাইট প্রায় এক ঘন্টা দেরি ওঠা-নামা করছে বলেও জানা গিয়েছে। শনিবার পর্যন্ত দিল্লিতে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশেও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।