
ভক্তদের জন্য খুলল কেদারনাথের দরজা, মন্দিরের বাইরে ভক্তদের ঢল
বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকার পর প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পরে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য ৷ শুক্রবার সকালে কেদারনাথ মন্দির খোলার পর থেকেই শুরু হয়েছে ভক্তদের ভিড়। কেদারনাথে আসা দর্শনার্থীদের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) তারই প্রস্তুতি চলছে জোরকদমে। ১০৮ কুইন্ট্যাল ফুলে সাজানো হয়েছে বাবা কেদারনাথের মন্দির ৷ ১৫ হাজারেরও বেশি ভক্ত এই মুহূর্তে উপস্থিত হয়েছে মন্দির চত্বরে ৷ গতকাল বাবা কেদারের পালকি উখিমঠের ওঁকারেশ্বর মন্দির থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশে এসে পৌঁছয় ৷ তখন হাজার হাজার ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ আজ সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে যখন মন্দির চত্বর খোলা হয় তখন সমগ্র কেদারপুরী ‘ব্যোম-ব্যোম ভোলে’, ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, চারধাম যাত্রা ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় ৷ এই তীর্থযাত্রার চারটি পবিত্র স্থান- যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। অক্ষয় তৃতীয়ায় যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা খোলা হয়েছে ৷ আজ কেদারনাথ ধামের দরজা খোলা হল ৷ বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে আগামী ৪ মে। অক্ষয় তৃতীয়াকে একটি শুভ তিথি হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিনে যে কোনও কাজ শুরু করা খুবই শুভ।