
ভিঝিঞ্জাম সমুদ্র বন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির
একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিল্পপতি গৌতম আদানি ও দেশের একমাত্র বাম মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন ৷ উপস্থিত কংগ্রেস সাংসদ শশী থারুরও ৷ শুক্রবার এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল দেশ ৷ সেই মঞ্চ থেকে বিরোধী শিবির ও কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই অনুষ্ঠান অনেকের রাতের ঘুম কেড়ে নেবে ৷” এই অনুষ্ঠান থেকেই দেশের প্রথম গভীর সমুদ্র-বন্দরের উদ্বোধন করেন মোদি ৷ তিনি বলেন, দেশকে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা দিতে শুক্রবার কেরলের তিরুঅনন্তপুরমের কাছে আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত গভীর সমুদ্র-বন্দর ভিঝিঞ্জামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, এই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে কেরল পৌঁছন প্রধানমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ ও কেরলের মুখ্যমন্ত্রী ৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে করতে আচমকাই মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই, আপনি ইণ্ডিয়া শিবিরের একজন স্তম্ভ ৷ এখানে শশী থারুরও উপস্থিত রয়েছেন ৷ আজকের এই অনুষ্ঠানের পর অনেকের রাতের ঘুম উড়ে যাবে ৷” এদিন হিন্দিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর প্রতিটি কথা মালায়ালি ভাষায় অনুবাদ করা হচ্ছিল ৷ অনুবাদে কিছু ত্রুটি থেকে যাওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “বার্তাটি যাঁদের জন্য, তাঁরা ঠিকই বুঝতে পেরে গিয়েছেন ৷”সম্প্রতি, আদানি গ্রুপকে বাম সরকারের ‘সহযোগী’ বলে উল্লেখ করেন কেরলের বন্দরমন্ত্রী ভিএন ভাসাবান ৷ এদিন উদ্বোধনী ভাষণে সেই প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ বিষয়টিকে দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি নমনীয় মনোভাব নেওয়ার জন্য তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরকে কটাক্ষ করে দলেরই একাংশ ৷ এমনকী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে থারুরের প্রশংসাকেও ভালো চোখে নেয়নি কংগ্রেস ৷ এই আবহে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞ মহলের ৷