
বেঙ্গালুরুর ইকো ওয়ার্ল্ড আইটি পার্কে কর্মরত এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ
বেঙ্গালুরুর ইকো ওয়ার্ল্ড আইটি পার্কে কর্মরত এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। গত বুধবার রাতে আইটি পার্কের অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় বাইক আরোহী দুই যুবক তাঁর গায়ে হাত দেয় বলে অভিযোগ। একাধিক বার তাঁর সঙ্গে এ রকম করা হয় বলে অভিযোগ ওই যুবতীর। তাঁর অভিযোগ, সেই সময় সাহায্যের জন্য প্রার্থনা করলেও কেউ এগিয়ে আসেনি তাঁকে সাহায্য করতে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেঙ্গালুরুর রাস্তায় হেনস্থার শিকার হওয়া ওই তরুণী শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পিছনে আঘাত লাগে। আমি চমকে যাই। প্রথমে ভেবেছিলাম বেপরোয়া কোনও বাইক আরোহীর কাজ। আবার একই ঘটনা ঘটল। অভিযুক্তরা পালিয়ে গেল। এর পর দেখি ইউটার্ন নিয়ে সেই বাইক ফের আমার দিকে আসছে। তখন আমি চিৎকার করি সাহায্যের জন্য। এটা ব্যস্ত এলাকা। আমি অটোচালকদের থামাই। কিন্তু কেউ আমাকে সাহায্য করল না। এতে আমি আরও অবাক হয়েছি।’ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার অফ পুলিশ শিবকুমার জানিয়েছেন, ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছেন কী ভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে প্রকাশ্যে রাস্তায়। এ বিষয়ে ওই পুলিশ অফিসার সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনাটি পাবলিক প্লেসে ঘটেছে। নির্যাতিতা মানসিকভাবে ভেঙে পড়েছেন।’ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের চিহ্নিত এবং ঘটনার পরম্পরা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার।