
নয়া স্ট্রাইক ভারতের, পাকিস্তানকে কোণঠাসা করতে এবার বন্ধ সমস্ত আমদানি
পহেলগাঁও হামলার পরে জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। পড়শি দেশে সমস্ত ধরনের রপ্তানি আগেই বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। তালা পড়ে যায় দু’দেশের মধ্যে একমাত্র স্থলবন্দর ওয়াঘার দরজায়। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধু জলবণ্ঠন চুক্তি। এবার পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল মোদি সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যে ‘ভেন্টিলেশনে’ চলে গিয়েছে। তার মধ্যে ভারত থেকে আমদানি বন্ধের নয়াদিল্লির এই পদক্ষেপ তাদের অবস্থা আরও শোচনীয় করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের।
ভারতীয় বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত পণ্যের আমদানি বন্ধ থাকবে। এমনকী যে সমস্ত পণ্য পরিবহণের মাঝপথে আছে, সেগুলিও আমদানি করা যাবে না। জরুরি ভিত্তিতে কোনও পণ্য আমদানি করার প্রয়োজন হলে সরকারের আগাম অনুমতি নিতে হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান থেকে মূলত ওষুধে ব্যবহৃত দ্রব্য, ফল ও তৈলবীজ ভারতে আমদানি করা হয়। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সেদেশের পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ করে নয়াদিল্লি। তার পর থেকে আমদানির পরিমাণ ক্রমশ কমছে। বর্তমানে তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরে দেশে মোট আমদানির মাত্র ০.০০০১ শতাংশ পণ্য পাকিস্তানের।