৪৫০ কিলোমিটার রেঞ্জের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা পাকিস্তানের

৪৫০ কিলোমিটার রেঞ্জের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইলের সফলভাবে উৎক্ষেপণের দাবি করল পাকিস্তান। পহেলগাম জঙ্গিহানার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। এই আবহেই মিসাইল টেস্টিংয়ের দাবি করল ইসলামাবাদ। আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সোনমিয়ানি রেঞ্জে এই আবদালি মিসাইল পরীক্ষা করেছে। সেনার প্রস্তুতি যাচাই করতেই এই টেস্টিং বলে দাবি পাকিস্তানের। জানা গিয়েছে, পাক সেনার মিসাইল টেস্টিংয়ের সময় উপস্থিত ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ শাহবাজ খান এবং মেজর জেনারেল শেহায়ার পারভেজ। পহেলগামে জঙ্গি হামলার বদলার হুঙ্কার দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সিন্ধু নদীর জল বন্ধ করা থেকে শুরু করে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী পাকিস্তানের কোনও জাহাজ ভারতীয় বন্দরে ঢুকতে পারবে না। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পোস্টাল সার্ভিসও বন্ধ করা হয়েছে। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানও চুপ করে বসে থাকেনি। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে তাঁরা। পাক সেনাও ভারতের হামলা করলে তা প্রতিহত করার প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসাবে পাক এয়ারফোর্স এফ-১৬, জে-১০ এবং জেএফ-১৭ যুদ্ধবিমানের মহড়াও দিয়েছে। পহেলগাম জঙ্গি হামলার পর এই প্রথম মিসাইল টেস্টিং করল পাকিস্তান। তবে গত কয়েক দিন ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবার গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীও তার জবাব দিচ্ছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের জটিলতা আরও বাড়ছে।

error: Content is protected !!