আরও চাপে পাকিস্তান! সিন্ধু জল চুক্তি নিয়ে হস্তক্ষেপ করবে না বিশ্বব্যাংক

সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের চাপ আরও বাড়ল ৷ ভারত ইতিমধ্য়েই চুক্তি স্থগিত করেছে ৷ এমতাবস্থায় ইসলামবাদ বিশ্বব্যাঙ্কের দিকে তাকিয়ে ছিল ৷ কিন্তু এবার ব্যাঙ্ক জানাল চুক্তির ভবিষ্যৎ নিয়ে তাদের কোনও ভূমিকা নেই ৷ শুধু তাই নয়, সিন্ধুর জল বন্ধ করার ব্যাপারেও হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট জানালেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গা ৷ তিনি জানান, সিন্ধু জল চুক্তির ব্যাপারে বিশ্বব্যাঙ্কের এখন কোনও ভূমিকা নেই। প্রসঙ্গত, 1960 সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়েছিল ৷ চুক্তির বাস্তবায়নে পাকিস্তানকে অর্থ সাহায্যও করেছিল বিশ্বব্যাঙ্ক ৷ গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৭ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত কয়েক দশক ধরে চলে আসা সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। এরপরই জল্পনা শুরু হয় এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে বিশ্বব্যাঙ্ক ৷ কারণ তাদের মধ্যস্থতাতেই এই চুক্তি হয়েছিল ৷ এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অজয় বাঙ্গা ৷ অজয় ​বাঙ্গার বক্তব্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা প্রেস ইনফরমেন ব্যুরো বা পিআইবি ৷ তিনি বলেন,”চুক্তির ব্যাপারে বিশ্বব্যাঙ্ক সাহায্য করেছিল ৷ আর সেদিক থেকে সাহায্যকারীর বাইরে আমাদের আর বাড়তি কোনও ভূমিকা নেই। বিশ্বব্যাঙ্ক কীভাবে হস্তক্ষেপ করবে এবং সমস্যা সমাধান করবে তা নিয়ে সংবাদমাধ্যমে অনেক জল্পনা চলছে ৷ কিন্তু এই সবকিছুই ভ্রান্ত।” ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ এবং এর উপনদীগুলির জল বন্টন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছে সিন্ধু জল চুক্তি। এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বদিকের ইরাবতী, বিপাশা, শতদ্রু নদীর জলের সম্পূর্ণ কর্তৃত্ব ভারতের ৷ আবার পশ্চিম দিকের সিন্ধু, ঝিলাম ও চেনাব- এই তিনটি নদীর জলের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে ৷ সিন্ধু ও তার উপনদীগুলির উৎস ভারতে ৷ সেগুলি ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ৷ প্রাকৃতিক নিয়মে, নদীগুলির পার্বত্য প্রবাহের অনেকটা অংশ ভারতে ৷ পাকিস্তান সিন্ধুর নিম্ন অববাহিকায় অবস্থিত ৷ প্রাকৃতিক নিয়মেই সেখানে জলের স্রোত ভারতের তুলনায় কম ৷ পাকিস্তানের অর্থনীতির অনেকটাই নির্ভর করে সিন্ধুর জলের উপর ৷ ভারত চুক্তি স্থগিত করার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন জল বন্ধ করে দিলে ইসলামাবাদ সেটাকে যুদ্ধ ঘোষণা বলেই ধরে নেবে ৷ প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেন, সিন্ধুর জল চুক্তি পাকিস্তানে যেতে না দেওয়া হলে রক্তের বন্যা বইবে ৷ কিন্তু এবার বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিল এ ব্যাপারে তাদের কোনও ভূমিকা নেই ৷ এই ঘোষণা যে পাকিস্তানের চাপ আরও বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

error: Content is protected !!