‘সমঝোতা এড়িয়ে বিশ্বাসঘাতকতা পাকিস্তানের’, সংঘর্ষবিরতি ভাঙতেই কড়া ব্যবস্থা নিচ্ছে ভারত, সেনাকে তৈরি থাকার নির্দেশ

সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও। কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও। শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর। এরপরেই বিদেশ সচিব সচিব বিক্রম মিস্রি বলেন, ”পাকিস্তান অবস্থা বুঝুক। ব্যবস্থা নিক। সেনাকে বার্তা দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নিতে। এটা বিশ্বাসভঙ্গের সামিল। আমরা এটাকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিলাম। পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে এর জন্য।” প্রসঙ্গত, এদিন বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি দাবি করেছেন, শ্রীনগরে ভারতের এয়ার ডিফেন্স ইউনিটও কার্যকর হয়েছে। রাজৌরি, আখুনর, পুঞ্চেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে খবর৷ রাজস্থানের পোখরান, গুজরাতের কচ্ছেও এলাকার আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর। সূত্রের খবর, পাকিস্তানের হামলার কড়া জবাব দেওয়ার জন্য বিএসএফ-কে নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!